ইয়েচুরি ঠিক করছেন না, দলীয় দফতরে ফোন করে হুমকি

sitaramyechuriনয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার বিকেলে রাজধানীতে সিমিএমের কেন্দ্রীয় দফতর একে গোপালন ভবনে হামলা হয়েছিল| দলীয় দফতরে সাইনবোর্ডের বিকৃতি ঘটানোর পাশাপাশি ছোড়া হয়েছিল ইট-পাথরও| সেই ঘটনার রেশ এখনও কাটেনি| এরই মধ্যে ওই দফতরে ফোন করে হুমকি দেওয়া হল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে| সিপিএমের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
সিমিএম সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ১০টার পর থেকে এ কে গোপালন ভবনের ল্যান্ডলাইনে দফায় দফায় ফোন আসে| ফোন করে অশ্রাব্য গালিগালাজ-সহ হুমকি দেওয়া হয়| বলা হয়, `ইয়েচুরি যা করছেন, ঠিক করছেন না| দেশবিরোধী কার্যকলাপে মদত দিচ্ছেন| ওঁকে এই দেশ ছেড়ে যেতে হবে|’ যিনি ফোন করছিলেন, সেই ব্যক্তি নিজেকে আম আদমি বলবীর সেনার কর্মী বলে পরিচয় দেন| বার বার এমন ফোন আসছে দেখে এ কে জি ভবনের এক কর্মী বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানান| তার পরে দলের তরফে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়|
এ ব্যাপারে ইয়েচুরির প্রতিক্রিয়া, প্রথমে দলের অফিসে হামলা হল| আমাদের দফতরে যখন তখন যে কেউ আসতে পারে, সেই দফতরের সামনেই পুলিশ পাহারা বসানো হল| এর পরে এই ধরনের ফোন| তবে, এ সব করে আমাদারে কণ্ঠরোধ করা যাবে না| তাঁর প্রশ্ন, আজকে আমরা আক্রমণের শিকার, কাল কার পালা কে জানে? উল্লেখ্য, গত সপ্তাহে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ| সেই ঘটনায় প্রতিবাদী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ইয়েচুরি| দলের একটা অংশের মতে, সেই কারণেই এই হুমকি দেওয়া হয়েছে তাঁকে|