নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ মদমত্ত অবস্থায় প্রতিবেশী দুই বাড়ির বিবাদ থামাতে গিয়ে গুরুতর আহত হয় অপর প্রতিবেশী৷ ঘটনা আমতলীর বাবুল চৌমুহনী এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে এলাকার দুই প্রতিবেশীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে মারপিট শুরু হয়৷ ঘটনা প্রত্যক্ষ করে বাবুল আচার্য নামে অপর প্রতিবেশী বিবাদ থামাতে এগিয়ে গেলে নকুল দাস নামে এক হামলাকারী বাবুলের মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করে৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়লে বাবুলকে তার বাড়ির লোকজন আমতলী হাসপাতালে নিয়ে যায়৷ আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ হামলাকারী নকুল দাস পলাতক৷ ঘটনার একটি মামলা নেয় পুলিশ৷
2016-02-13