BRAKING NEWS

হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলকে আপাতত ছাড়, স্বস্তি কংগ্রেসে

rahulsoniaনয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধীকে| পাতিয়ালা হাউস কোর্টে চলা এই মামলায় এর আগে একবার হাজিরা দিয়েছেন এঁরা| তবে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সোনিয়া ও রাহুলের উপস্থিতির ফলে বিচারে সুবিধার থেকে অসুবিধা হওয়ার সম্ভাবনাই বেশি| তাই আপাতত আপাতত তাঁদের আদালতে উপস্থিত না হলেও চলে| তবে বিচারের জন্য দরকার মনে করলে যে কোনও সময়েই আদালত এঁদের দুজনকেই ডেকে পাঠাতে পারে|
সেই সঙ্গে সর্বোচ্চ আদালত এও জানিয়ে দিল, এই মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ ও বর্তমানে চলা বিচার প্রক্রিয়ায় মাথা গলাবে না দেশের শীর্ষ আদালত| আগামী ২০ ফেব্রুয়ারি আবার আদালতের সামনে হাজির হওয়ার কথা সোনিয়া-রাহুলের| তাঁর ঠিক সপ্তাহ খানেক আগেই এই সিদ্ধান্ত অনেকটা স্বস্তি দিল কংগ্রেসকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *