নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ বিয়ে পাগল এক প্রতারক যুবককে আজ আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে৷ তার নাম প্রণব মজুমদার৷ গত ৮ ফেব্রুয়ারি অরুন্ধতীনগর এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছিল পুলিশ৷ প্রণব মজুমদারের বিরুদ্ধে অভিযোগ সে একাধিক যুবতীর সঙ্গে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সোনা, গয়না টাকা পয়সা হাতিয়ে নিয়েছে৷ শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতেই পুলিশ আটক করে৷ তাকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানো হয়েছিল৷ আজ পুলিশ এব্যাপারে আদালতে সিডি জমা দেয়৷ তাকেও আদালতে তোলা হয়৷ জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
2016-02-12

