BRAKING NEWS

ভোটের মুখে তৃণমূলে রেজ্জাক, জোট গঠনের প্রক্রিয়াকে তীব্র ভাষায় কটাক্ষ মমতার

mamata bannerjeeকলকাতা, ১২ ফেব্রয়ারি (হি.স.): রাজ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন আবদুর রেজ্জাক মোল্লা, লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়া| শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বভারতীয় বর্ধিত সাধারণ সভামঞ্চে তঁাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব আসনে সম্ভাব্য প্রার্থী আরাবুল ইসলাম ও ভাঙড়ের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রেজ্জাক মোল্লা| এদিনের সভাতে রেজ্জাক মোল্লাকে `চাষার ব্যাটা’ বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ নিয়ে দলকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের জোট গঠনের প্রক্রিয়াকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন|
দলীয় কর্মীসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, `একসময়ে সিপিএম ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো, রাজীব গান্ধীকে বলত বোফর্স গান্ধী| আর আজ তারা কংগ্রেসকে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে দিল্লির পথ চিনি না|’ সিপিএম ও কংগ্রেস ভুল করছে বলে মমতা জানান, যারা আদর্শ বিকিয়ে দেয়, তাদের অস্তিত্ব হারিয়ে যায়| তৃণমূল সুপ্রিমোর কথায়, `আমি আমার আদর্শ জানি না| আদর্শ হারিয়ে জোট করি না|’
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চে ফের দলীয় শৃঙ্খলারক্ষার বার্তা দেন মমতা| মনে করিয়ে দেন, `কেউ দলের নিয়ম ভাঙলে দল কঠোর ব্যবস্থা নেবে| আগে মানুষের স্বার্থে কাজ করুন| কেউ ব্যক্তি স্বার্থে দলকে কাজে লাগাবেন না|’ সাংসদ সৌগত রায়কে ধমক দিয়ে বলেন, `সৌগত দা, নিজের মত কারও উপর চাপিয়ে দেবেন না|’ এদিন চিটফান্ড নিয়েও বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়| বলেন, `কারা চিটফান্ডের জন্ম দিয়েছে, কারা চিটফান্ডের টাকা নিয়েছে, সব জানি| কাউকে ছাড়ব না| চিটফান্ডের সঙ্গে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে বদনাম ছড়ানো হচ্ছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *