নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কাজকর্ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না| অন্যদিকে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, বিতর্কের সমাধান হবে খুব শীঘ্রই| ভারত মাতার অপমান বরদাস্ত করা হবে না|
গত মঙ্গলবার জেএনইউ পড়ুয়াদের একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে| অভিযোগ, সংসদ ভবনে হামলার দায়ে অভিযুক্ত আফজল গুরুর ফাঁসির বার্ষিকী উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| সেখানে ভারত-বিরোধী স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ| বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই অনুষ্ঠানের বিরুদ্ধে আগেই আর্জি জানিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)| এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষও অনুষ্ঠানের অনুমতি বাতিল করে| তা সত্ত্বেও ওই অনুষ্ঠান হয়| বৃহস্পতিবার বিজেপি সাংসদ মহেশ গিরির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ দেশদ্রোহীতার মামলা রুজু করেছে|
শুক্রবার টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, `যদি কেউ ভারত-বিরোধী স্লোগান দেয়, দেশের ঐক্য ও সংহতি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে, তাদের ছেড়ে দেওয়া হবে না| তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে| এদিকে, এই ঘটনায় জেএনইউএসইউ সভাপতি কে কুমারকে গ্রেফতার করেছে পুলিশ|