মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় ধস নামল শেয়ার মার্কেটে| একদিকে ইউরোপের শেয়ার সূচকগুলি নিম্নগামী| একই অবস্থা এশিয়ার বিভিন্ন শেয়ার সূচকেরও| পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির খারাপ ফল| এই ত্রিফলা সমস্যার জেরে ৮০০-র বেশি পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স| নিম্নগামী নিফটিও| বর্তমানে ৮৩৫.৩২ পয়েন্ট খুইয়ে সেনসেক্স রয়েছে ২২,৯২৩.৫৮ পয়েন্টে| এদিকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ফল নিফটির| ২৪৮.১০ পয়েন্ট পড়ে বর্তমানে তা দাঁড়িয়ে ৬.৯৬৭.৬০ পয়েন্টে|
সম্প্রতি বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে| বুধবার ইউরোপ ও আমেরিকার বাজার কিছুটা চাঙ্গা হলেও বৃহস্পতিবার তা ফের নিম্নগামী| একই অবস্থা এশিয়ার হংকং, দক্ষিণ কোরিয়ার বাজারেরও| এদিন জার্মানির ড্যাক্স-এর সূচক ২.৪২ শতাংশ পড়েছে| ফ্রান্সের সিএসি৪০ পড়েছে ২.৯৩ শতাংশ| ২.৮ শতাংশ খুইয়েছে ইউরো স্টকস ৫০| ব্রিটেন, হংকং, দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকও নিম্নগামী থাকায় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে| সকালে বাজার খোলার পরপরই ১১৭.৪৩ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স| বেলা যত বেড়েছে, পাল্লা দিয়ে পড়েছে সেনসেক্স ও নিফটি|