আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে পারে রাজ্য ঃ সুপ্রিম কোর্ট

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে পারে রাজ্য সরকার| বৃহস্পতিবার একটি আবেদনের শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট| সর্বোচ্চ আদালত জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে যদি ইন্টারনেট পরিষেবা বন্ধ করার দরকার পড়ে তাহলে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে|রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল| ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার টেলিগ্রাফ আইনের ১৪৪ নম্বর ধারা অনুযায়ী এই মামলা করা হয়েছিল| আবেদনে বলা হয়েছিল ইন্টারনেট পরিষেবায় রাজ্য সরকার নিয়ন্ত্রণ আনতে পারে কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে পারে না| সেই আবেদনের ভিত্তিতেই এদিন রাজ্য সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কথা বলে শীর্ষ আদালত| উল্লেখ্য, গুজরাতে পাতিদার আন্দোলনের সময় রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার| সেই ঘটনার জেরেই এই জনস্বার্থ মামলা করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *