সিপিআইএম প্রার্থীর নাম নেই ভোটার তালিকায়

BJP CPIM LOGOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিকে ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করায় সিপিএম৷ এমনকি ঐ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার৷ এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপি বক্তব্য, ধলাই জেলার দূর্গাচৌমুহনী ব্লকের অন্তর্গত ধনচন্দ্র চৌধুরী পাড়া ভিলেজে তিন নং নির্বাচন ক্ষেত্রের পাঁচ নং আসনে সিপিএম প্রার্থী বুচন দেববর্মার নাম সেই এলাকার ভোটার তালিকায় নেই৷ অথচ রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য কমিটি এই তথ্য তুলে ধরে জানান, এই ঘটনায় বিজেপির প্রতিনিধিরা তীব্র আপত্তি জানান এবং লিখিতভাবে ব্লক ও জেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দাখিল করেন৷ কিন্তু এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি বলে বিজেপি রাজ্য কমিটি ক্ষোভ প্রকাশ করে৷ পাশাপাশি জানায়, বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের গোচরেও নেওয়া হয়েছে৷ কমিশনের সচিব এই ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷
বিজেপির বক্তব্য, রিটার্নিং অফিসাররা দলদাশে পরিণত হয়েছেন৷ ঐ কেন্দ্রে সিপিএম প্রার্থী বুচন দেববর্মার ভোটার ক্রমিক নং অনুসারে নাম রয়েছে বিশ্বলক্ষ্মী দেববর্মা৷ অথচ সুনির্দিষ্ট অভিযোগ জানানো সত্ত্বেও রিটার্নিং অফিসার রাত আনুমানিক আটটা নাগাদ ঐ আসনে সিপিএম প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন৷ এবিষয়ে বিজেপির দাবি নির্বাচনের কাজে নিয়োজিত আধিকারিকরা শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছেন৷ অভিযোগ জানানো সত্ত্বেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না৷ প্রশাসন পক্ষপাত মূলক আচরণ করছে বলে বিজেপি রাজ্য কমিটি কটাক্ষ করে৷
এদিকে, ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজ্যের সমগ্র এডিসি এলাকায় শাসক দল সন্ত্রাস শুরু করেছে বলে বিজেপির অভিযোগ৷ তাদের দাবি, এই রাজ্যে প্রকৃত অর্থে বামফ্রন্টের প্রধান বিরোধী দল বিজেপি৷ এই দলের প্রভাব জনজাতিদের মধ্যেও যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সিপিএমের অসহিষ্ণুতার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বিজেপির দাবি ভিলেজ কমিটি নির্বাচনে তিন হাজার আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল দল৷ কিন্তু গ্রাম পাহাড়ে সিপিএমের লাগামহীন সন্ত্রাস এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে সে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি৷ বিজেপি রাজ্য কমিটি জানায়, মনোনয়নপত্র দাখিলের পূর্বে দলীয় প্রার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে৷ যাতে তারা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রাখেন৷ তাদের মধ্যে অনেককে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য করা হয়েছে৷ আবার যারা নির্বাচনের আসরে আছেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে এমনকি রান্নার বাসনপত্রও ভেঙ্গে তছনছ করে দিয়েছে৷ অভিযোগ, যাদের প্রার্থী পদ প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে তারা হলেন, মাধববাড়ি ভিলেজের অঞ্জলি দেববর্মা, মেঘলিবন্দ ভিলেজের বিকম দেবববর্মা, উত্তর বিজয়পুর ভিলেজের মংসা থৈ, লবণছড়া ভিলেজের সাইলো রিয়াং এবং আশাপূর্ণ রোয়াজাপাড়া ভিলেজের স্বপনকুমার দেববর্মা প্রমুখ৷ এদিকে, মোহনভোগ ব্লকের মনাই পাথর ভিলেজের দলীয় প্রার্থী চন্দ্রমণি দেববর্মাকে মারধর করা হয় এবং রান্নার বাসনপত্র ভেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ৷ এদিন বিজেপি রাজ্য কমিটি ভিলেজ কমিটি নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *