BRAKING NEWS

ওবিসি চাকুরি প্রার্থীদের জন্য বেসরকারি চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণের সুপারিশ

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) চাকুরি প্রার্থীদের জন্য বেসরকারি চাকরিতে ২৭ শতাংশ পদ সংরক্ষণের সুপারিশ করল একটি সরকারি প্যানেল| সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতাধীন বিধিবদ্ধ প্যানেল অনগ্রসরদের জন্য জাতীয় কমিশন (এনসিবিসি) এই সুপারিশ করেছে| ব্যবসাসহ বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যালয়, ট্রাস্ট প্রভৃতিতে ওবিসিদের জন্য চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণের জন্য একটি আইন প্রণয়নের সুপারিশ করেছে এনসিবিসি| এব্যাপারে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-কে চিঠিও দিয়েছে কমিশন|
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সামাজিক ন্যায়মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলৌত জানিয়েছেন, একটি আধিকারিক পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে| সুপারিশ সম্পর্কে কী করা যেতে পারে, তা নিয়ে শিল্পপতি ও কর্পোরেট মহলের সঙ্গে আলোচনা চালাচ্ছে কমিটি|
মন্ত্রী আরও জানিয়েছেন, কমিটি এব্যাপারে আলোচনা চালাচ্ছে| তপশিলি জাতি ও উপজাতিদের জন্যও এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে| বেসরকারি ক্ষেত্রের প্রধানদের সম্মতি ছাড়া সুপারিশ কার্যকর করা কঠিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *