BRAKING NEWS

দিল্লি-মুম্বই রুটে শিগগিরই চালু হচ্ছে উচ্চগতির ট্রেন

rail lineনয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : জাপানি প্রযুক্তিতে তৈরি হাই স্পিড ট্রেনের পর এবার ভারতে আসছে হাই স্পিড স্প্যানিশ ট্রেন| যার গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার| শীঘ্রই দিল্লি-মুম্বই রুটে পরীক্ষামূলকভাবে চালানো হবে এই ট্রেনটি|
রেলমন্ত্রক সূত্রের খবর, সম্পূর্ণ স্প্যানিশ প্রযুক্তিতে স্পেনে তৈরি এই হাই স্পিড স্প্যানিশ ট্রেন| এর প্রচলিত নাম টালগো| আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ ঘোরার পর এবার ভারতে এই ট্রেনটির পরীক্ষামূলকভাবে চালানো হবে| একেবারে বিনামূল্যে ভারতে এই ট্রেনটির পরীক্ষামূলকভাবে চালানোর সুযোগ দিয়েছে স্পেনের ট্রেন নির্মাতা সংস্থা| তাই ভারতও এই সুযোগ হাতছাড়া করতে নারাজ| শীঘ্রই টালগো চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক| তাঁর কথায়, ভারতে টালগো ট্রেনের বগি আনার ছাড়পত্র রেলবোর্ড পেলেই আমরা টালগো চালানোর অনুমতিপত্র ইসু্য করা হবে| হাইস্পিড এই স্প্যানিশ ট্রেন প্রথমে দিল্লি-মুম্বই রুটেই চালানো হবে রেলমন্ত্রক সূত্রের খবর| সবকিছু ঠিকঠাক চললে টালগো ট্রেন পুরোদমে ভারতে চালানোর কথা ভাবা হবে বলেও রেলের ওই আধিকারিক জানিয়েছেন|
দিল্লি থেকে মুম্বইয়ে সাধারণ ট্রেনে যেতে সময় লাগে ১৭ ঘণ্টা| টালগো ট্রেন চললে এই সময় কমে দাঁড়াবে ১২ ঘণ্টায়| এছাড়া এই ট্রেনে বিদু্যত্ খরচও কম লাগবে| সাধারণ ট্রেনের তুলনায় টালগোয় কমপক্ষে ৩০ শতাংশ বিদু্যত্ কম খরচ হবে| অর্থাত্ টালগো ট্রেন চললে যেমন সময় বাঁচবে, তেমন রেলমন্ত্রকের বিদু্যতের বিলও তুলনামূলক কম হবে| তাই দিল্লি-মুম্বই পরীক্ষামূলকভাবে চালানোর পর সম্পূর্ণভাবে টালগো ভারতে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু করা যেতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *