হায়দরাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিস্ফোরণে প্রাণ গেল দুই ব্যক্তির| সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটে তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায়| ঘটনায় আরও দুই জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে| ওই রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলার মহেস্বরম এলাকায় ছিল কারখানাটি| নিহত ও আহত চারজনেই ওই কারখানার শ্রমিক ছিল বলে জানা গিয়েছে| মৃত দুজন ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ|
2016-02-08