দপ্তর কর্তার দাবড়ানিতে সুকল কর্তৃপক্ষ ভর্তি করল দু’জনকে

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ অবশেষে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভর্তি করল মোনালিসা ও রাহুলকে৷ মূলতঃ বিদ্যালয় শিক্ষা দপ্তরের গুতো খেয়েই ঐ দুই ছাত্রছাত্রীকে ভর্তি করতে বাধ্য হয় বেরিমুড়া সুকল৷ জানা গেছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর সাফ জানিয়েছে, সুকল ম্যানেজমেন্ট কমিটির ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন এক্তিয়ার নেই৷ বিদ্যালয়ের কর্তৃপক্ষই ভর্তি করানোর দায়িত্বে থাকে৷ ফলে সুকলে পড়াশুনার সুযোগ পেল মোনালিসা ও রাহুল৷
উল্লেখ্য, পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তির জন্য যায় মোনালিসা ও রাহুল৷ অভিযোগ, বামপন্থী নেতা জ্যোতিলাল দত্ত ও রাজবিহারী দত্তের চক্রান্তের ফলে ঐ দুই ছাত্রছাত্রী সুকলে ভর্তি হতে পারেনি৷ সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তর এক নোটিশে জারি করে তাদের সুকলে ভর্তি করার নির্দেশ দেয়৷ তাতেই নড়েচড়ে বসে সুকল কর্তৃপক্ষ এবং ভর্তি করতে বাধ্য হয়৷
জানা গেছে, এবছর বামুটিয়ার রাঙ্গুটিয়ার রঞ্জিত পাঠশালা থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দুই ছাত্রছাত্রী৷ টিসি নিয়ে তারা জানুয়ারী মাসে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি নেয়নি বলে অভিযোগ৷ বিষয়টি শেষপর্যন্ত সুকল ম্যানেজমেন্ট কমিটিতে যায়৷ সেখানেই ঐ দুই ছাত্রছাত্রীকে বিনা কারণেই ভর্তি হতে পারবে না বলে জানিয়ে দেয়৷ একারণেই ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর কড়া অবস্থান নিলে বাধ্য হয়ে সুকল কর্তৃপক্ষ তাদের ভর্তি করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *