BRAKING NEWS

দিল্লিতে প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, গ্রেফতার ১

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর দেহ| রবিবার দিল্লির শক্তি নগর এলাকার ওই বাড়ির ভেন্টিলেশন ভেন্ট থেকে তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ| ঘটনায় গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রাক্তন প্রেমিক নবীন খাতরিকে|চলতি মাসের ২ তারিখ কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন আরজু সিং নামে ওই তরুণী| সন্ধের পরেও বাড়ি না ফেরায় খোঁজ করতে থাকেন পরিজনরা| পুলিশেও খবর দেওয়া হয়| এদিকে ওই যুবতীর দিদি আকাঙ্খা জানান, ৪ মাস আগে আরজু ও নবীন তাঁদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিল| কিন্তু, দুই বাড়ি থেকেই আপত্তি তোলা হয়| ৪ ফেব্রুয়ারি অন্য একটি মেয়েকে বিয়ে করে নবীন| ধৃতকে জেরা করে রহস্যের কিনারা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *