বিশাখাপত্তনম, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় নৌবাহিনীর শক্তি এবং ক্ষমতা প্রদর্শন হল বিশাখাপত্তনমে| শনিবার সকালে নৌবাহিনীর শক্তি এবং ক্ষমতা প্রত্যক্ষ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর| ভারত সহ ৫০টি দেশ যোগ দেয় এই প্রদর্শনীতে| ছিল ৯৯টি জাহাজ, ২৪টি যুদ্ধজাহাজ| এর আগে ২০০১ সালে মুম্বইতে হয়েছিল এই নৌবাহিনীর শক্তি প্রদর্শন| সেবার যোগ দিয়েছিল ২৯টি দেশ|
2016-02-06