কাঁঠালিয়া ও মুঙ্গিয়াকামীতে সিপিএম ক্যাডার হামলার অভিযোগ দায়ের থানায়, ভিলেজ ভোট ঘিরে রাজনৈতিক সন্ত্রাস

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে অমরপুরে উপনির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি এবং আইপিএফটি৷ এক প্রেস বিবৃতিতে বিজেপি ধনপুরে দলীয় কর্মীদের উপর আক্রমণ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে৷ অন্য একটি ঘটনায় গতকাল আইপিএফটির পাঁচ সদস্য শাসক দলের কর্মীদের হাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ বিজেপির বক্তব্য গত ২০১৪ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে ধনপুর কেন্দ্রে বিজেপি কর্মীদের উপর আক্রমণ শুরু হয়৷ শাসক দলের কর্মী সমর্থকদের হাতে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তও ধনপুুরে আক্রান্ত হন এবং তাঁর গাড়িও ভাঙচুর হয়৷ সে সময় তিনি যাত্রাপুর থানায় আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন৷ অতীতের ঘটনা তুলে ধরে বিজেপির দাবি আবারও এডিসি ভিলেজ নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের কর্মী সমর্থকরা গত সাতদিন ধরে ধনপুরে বিজেপি কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলা ও হুমকি প্রদর্শন শুরু করেছে৷ অভিযোগ, শুক্রবার কাঁঠালিয়া ব্লকে বিজেপি কর্মীরা যখন মনোনয়ন জমা দেওয়ার জন্য বের হয় তখন তাদের কালিখলা, মনাইপাথর ও কাঁঠালিয়া বাজারে বিভিন্ন স্থানে ক্যাডার বাহিনী পথ আটকে আক্রমণ সংগঠিত করে৷ বিজেপির তিনজন প্রার্থী ও তিনজন প্রস্তাবকদের উপর এলাকার শাসক দলীয় নেতা পল্টন দে’র নেতৃত্বে ২৫-৩০ জন ক্যাডার বাহিনী কাঁঠালিয়া বাজারে আক্রমণ সংগঠিত করে ও তাঁদের শারীরিকভাবে নিগৃহীত করা হয় বলে বিজেপির অভিযোগ৷ তাদের মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছে দল৷ দলের পক্ষ থেকে পল্টন দে ও তার সাগরেদদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বিজেপি৷ দলের বক্তব্য, এসমস্ত ঘটনায় প্রমাণিত রাজ্যে শাসক দল বিজেপির উত্থানে প্রচন্ড আতঙ্কিত৷ বিজেপি রাজ্য কমিটিরপক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের নির্বাচন আধিকারিক এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিতভাবে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ দলের তরফে এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে৷ পাশাপাশি শাসক দল যদি বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে সারা রাজ্যে তীব্র আন্দোলন সংগঠিত করা হবে বলে বিজেপি হুঁশিয়ারি দিয়েছে৷
এদিকে, সিপিএম কাঁঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক ননী পাল এ সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ প্রার্থী খঁুজে না পেয়ে সিপিএম সমর্থকদের প্রার্থী করার চেষ্টা করেছিল বিজেপি৷ নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিজেপি নাটক মঞ্চস্থ করেছে বলে পাল্টা অভিযোগ তুলেন ননীবাবু৷
এদিকে, শাসকদলের ক্যাডারদের হাতে আইপিএফটির প্রার্থী সহ মোট পাঁচজন আহত হ য়েছে মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই এলাকায় বলে অভিযোগ উঠেছে৷ অভিযোগের তীর এডিসির সিপিএম সদস্য ধনঞ্জয় দেববর্মার ছোট ভাই সঞ্জয় দেববর্মার দিকে৷ পেশায় সঞ্জয় একজন সরকারি কর্মচারী৷ আইপিএফইটর তরফ থেকে মুঙ্গিয়াকামী থানায় সঞ্জয় সহ মোট আটজনের নামে মামলা করা হয়েছে এলাকায়৷ পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এলাকাজুড়ে আতঙ্কে রয়েছেন জনগণ৷ ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার সময় চামপ্লাই ভিলেজের ২নং ওয়ার্ডের ৩০টি আসনে আইপিএফটির প্রার্থী মনোজ দেববর্মা সহ পাঁচজন কর্মী তাদের বুথ অফিসে বসেছিলেন৷ এমন সময় ধনঞ্জয় দেববর্মার ভাই সঞ্জয় দেববর্মা সেখানে দুটি গাড়ি সহ বাইক নিয়ে হাজির হয়৷ এবং মাদক দ্রব্য আছে কিনা জানতে চায়৷ আইপিএফটি সদস্যরা কিছু বোঝার আগেই লাঠি ইট দিয়ে হামলা চালানো হয় তাদের উপর বলে অভিযোগ৷ এতে প্রার্থী সহ পাঁচজন আহত হন৷ আইপিএফটির বুথ অফিসও ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ৷ আহতদেরকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাথেই৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ প্রার্থী মনোজ দেববর্মা গুরুতর আহত৷ তার মাথায় ইট দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে আইপিএফটির রাজ্য সম্পাদক মেবার জমাতিয়া মনোজ দেববর্মার বাড়িতে যায় এবং কর্মীদের সঙ্গে কথা বলেন৷ এলাকায় টিএসআর পুলিশ মোতায়েন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *