কলম্বো, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কায় তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির জন্য একগুচ্ছ সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ টানতে দ্বীপ রাষ্ট্রে আইটি পার্ক তৈরি করার কথাও বলেছেন তিনি| পারস্পরিক সাহায্যের আশ্বাস কথা বলেছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী মঙ্গল সমরবীরা|
প্রধানমঅ্ীর স্বপ্নের প্রকল্প `ডিজিটাল ইন্ডিয়া’ নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে শ্রীলঙ্কায়| সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ওই অনুষ্ঠানে `ডিজিটাল ভারতের উদয়’ নামের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি| বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ উন্নতি করেছে| আমরা এই বিষয়ে শ্রীলঙ্কাকেও সাহায্য করতে প্রস্তুত| একইসঙ্গে তঁার দাবি, ভারত এবং শ্রীলঙ্কা উভয় দেশেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা আছে| শ্রীলঙ্কায় সেই সম্ভাবনা বাস্তবায়িত করার জন্য ভারত ওই দেশে `আইটি পার্ক’ তৈরি করবে বলেও জানিয়েছেন সুষমা স্বরাজ| এই বিষয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী মঙ্গল সমরবীরার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন|
2016-02-06