মিলান, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফমুর্লা ওয়ানের সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শু্যমাখারের শারীরিক অবস্থা ভালো নেই| এ কথা জানিয়েছেন, শু্যমাখার প্রাক্তন ফেরারি বস লুকা দি মন্তেজেমোলো| বছর তিনেক আগে ফ্রান্সে স্কিইং করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শু্যমাখার| দীর্ঘদিন মৃতু্যর সঙ্গে লড়ে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন তিনি| কোমা থেকে বেরিয়েও আসেন একটা সময়| তবে শারীরিক অবস্থা যে খুব ভালো জায়গায় নেই তা জানিয়েছিলেন তঁার চিকিত্সকরা| লোক চক্ষুর আড়ালে সুইত্জারল্যান্ডে তঁার বাড়িতেই চিকিত্সা চলছি শু্যামাখার|
পারিবারিক বন্ধু মন্তেজেমোলো বলেছেন, বৃহস্পতিবার হঠাত্ই অবস্থার অবনতি হতে শুরু করে| আমার কাছে খবর রয়েছে, কিন্তু তা মোটেই ভালো নয়| জীবন বড় অদ্ভূত| কখন যে কী হয় !’
2016-02-06