BRAKING NEWS

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, মৃত ৭, আহত ২২১

earthquakeতাইপেই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের তাইনান শহর| ভূমিকম্পের জেরে তাইনান শহরের চারটি বাড়ি ভেঙে পড়েছে| তার মধ্যে রয়েছে একটি ১৭ তলা উচুঁ বাড়িও| শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃতু্য হয়েছে| তার মধ্যে রয়েছে ১০ দিনের একটি শিশু, ৫৫ বছর বয়সী এক পৌঢ়া এবং ৫০ বছরের এক পৌঢ়| গুরুতর আহত হয়েছেন ২২১ জন| ধ্বংসস্তূপের ভিতরে আটকে রয়েছেন বহু মানুষ| জোরকদমে চলছে উদ্ধারকাজ| বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকায়| ঘটনাস্থলে পেঁ ছন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিও|
স্থানীয় সময় শনিবার ভোর চারটে নাগাদ ভূকম্পন অনুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪| কম্পনের জেরে ভেঙে পড়ে একাধিক বাড়ি| আটকে পড়েন বহু মানুষ| ভূমিকম্পের উত্সস্থল তাইওয়ানের কাওহসিয়াংয়ের ৩৯ কিমি উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে|

ফের ভূকম্পন নেপালে, কঁাপল বিহারও

কাঠমান্ডু, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল| শুক্রবার রাতে রাজধানী কাঠমাণ্ডু ও পোখরাতে ভূকম্পন অুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫| শেষ খবর পাওয়া অনুযায়ী এই ঘটনায় আহত হয়েছে ১৫ জন| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে তিব্বত সীমান্তের কাছে সিন্ধুপালচকে| নেপালের পাশাপশি মাঝারি কম্পন অনুভূত হয় বিহারের বিস্তীর্ণ অংশেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *