মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ইদানীং মানুষের অকারণ নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে নিজেদের মতামত প্রকাশে ভয় পাচ্ছেন শাহরুখ খান ও আমির খান| এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর| সোশ্যাল মিডিয়া থেকে এখন নিজেকে দূরে রাখছেন শাহরুখ| মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে চলছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান| এ বার শাহরুখ ও আমিরের মৌনতার ব্যপারে মুখ খুললেন সোনম কপূর| খুব সম্প্রতি একটি সাক্ষাত্কারে সোনম বলেছেন, `ইদানীং মানুষের অকারণ নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে নিজেদের মতামত প্রকাশে ভয় পাচ্ছেন শাহরুখ, আমির| প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত|’
সম্প্রতি অসহিষ্ণুতা ইসু্যতে মুখ খুলে বিপাকে পড়েছেন বলিউডের দুই খান| তাঁদের করা মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে| এরপর থেকেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলছেন কিং খান ও মিস্টার পারফেকশনিস্ট|