নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন| রেল বাজেট পেশ করা হবে ২৫ ফেব্রুয়ারি| ২৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাধারণ বাজেট পেশ করবেন| বৃহস্পতিবার বৈঠকে বসে এবারের বাজেট অধিবেশনের দিনক্ষণ ঠিক করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটি|
প্রথা মেনে এবারও দু’ভাগেই হবে সংসদের বাজেট অধিবেশন| প্রথম ভাগ ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত| দ্বিতীয় ভাগ ২৫ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে| ২৩ ফেব্রুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি| মূল লক্ষ্য রেল বাজেট ও সাধারণ বাজেট হলেও এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ করাতেও সরকার উদ্যোগী হবে বলে মনে করা হচ্ছে| এরমধ্যে সবার প্রথমে রয়েছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত বিলটি|
2016-02-04