কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ফের একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে| তা হতে পারে এমাসেই| কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য এমাসের ১৫-২২ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর| সাগর বন্দর শিলান্যাসে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে| মুখ্যমন্ত্রীর দফতর ইতিবাচক সম্মতি দিলেই একমঞ্চে দেখা যাবে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে|
গতকাল ইন্ডিয়া মেরিটাইম সামিটের প্রস্তুতি বৈঠকে জাহাজ মন্ত্রকের অফিসাররা প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা জানান| এক অফিসার জানান, কপিল মুনির আশ্রমের পাশে সাগর বন্দরের শিলান্যাস অনুষ্ঠানটি হবে| সেখানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে তিনটি দিনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে|