নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলের সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার শীর্ষ আদালতের দরবারে দেলেন তঁারা| ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিযা ও রাহুলকে সমন পাঠিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট| এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে সোনিয়া ও রাহুল আবেদন করেছিলেন| কিন্তু তঁাদের সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত| আদেশ দেয় যাতে অবিলম্বে দায়রা আদালতে হাজিরা দেন তঁারা| কোর্টের নির্দেশমতো হাজিরা দিতে গিয়েছিলেনও মা-ছেলে| তবে এই রায় মেনে নিতে পারেননি সোনিয়া ও রাহুল| সে কারণেই সমনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন তঁারা|
বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামীর অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের ২৬ জুন একটি সমন পাঠানো হয় সোনিয়া ও রাহুল গান্ধীকে| প্রসঙ্গত, স্বামী অভিযোগ করেন অ্যাসোসিয়েটড জার্নালস লিমিটেড (ন্যাশনাল হেরাল্ড) কেনার সময় বহু টাকার হেরাফেরি করে ইয়ং ইন্ডিয়া লিমিটেড| সেই সংস্থার মোট ৭৬ শতাংশ শেয়ারের মালিক সোনিযা গান্ধী ও রাহুল গান্ধী|