দিল্লিতে ঘন কুয়াশার দাপট, ব্যহত রেল ও বিমান পরিষেবা

fogনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দিল্লিতে ব্যহত হল বিমান ও রেল পরিষেবা| স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা| সোমবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৭৫ মিটারের নিচে নেমে যায়| আর তাই ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়| বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান বিলম্বিত হয়| ব্যহত হয়েছে রেল পরিষেবাও| ঘন কুয়াশার জন্য দেরিতে চলেছে বহু ট্রেন|
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাজধানী দিল্লিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *