শিয়রে ভোট, পাহাড় চষে বেড়াচ্ছে বামেরা, শীতঘুমে বিরোধী শিবির

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে কল্যাণপুর ব্লক এলাকার এডিসি ভিলেজগুলিতে ব্যাপক প্রচারে সামিল হয়েছে শাসক দল সিপিএম৷ বিরোধীদের তেমন কোন প্রচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি৷
কল্যাণপুরের রজনী সর্দার পাড়া ভিলেজ ক মিটি ভিত্তিক নির্বাচনী সভা বৈরাগী পাড়া সুকল মাঠে অনুষ্ঠিত হয়৷ নির্বাচনী সমাবেশে উত্তাল মিছিলের ঢেউ আছড়ে পড়ে৷ রজনী সর্দার পাড়া, বৈরাগী পাড়, গগন চৌধুরী পাড়া, ইয়াকরাই, সোনারাম, পাড়া গয়াংফাং থেকে মিছিল এসে সমবেত হয় সমাবেশস্থলে৷ মিছিলে পুরিষের তুলনায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কল্যাণপুর অঞ্চল কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন, কংগ্রেসের নেতৃত্বে এরাজ্যে ৩৫ বছর কংগ্রেস ক্ষমতায় ছিল৷ কেন্দ্রেও কংগ্রেস ছিল৷ কংগ্রেসের রাজত্বের আগে ১৮৪ জন রাজা, রাজ্য শাসন করেছেন৷ তারা সাড়ে তেরশ বছর রাজ্য শাসন করেছেন৷ তারা ছিলেন সবাই উপজাতি অংশের৷ তারা উপজাতি অংশের মানুষের জন্য কোন কাজ করেনি৷ বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উপজাতিদের জীবনমানের উন্নয়ন ঘটেছে৷
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, স্বপন দেববর্মা, অভিরাম দেববর্মা প্রমুখ৷ উল্লেখ্য, রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজটি সিপিএমের দখলেই ছিল৷
কল্যাণপুর ব্লকের নকসিরাই পাড়ায় ভোট প্রচারে রীতিমতো জোয়ার তুলেছে শাসক দল সিপিএম৷ তবে ভোটারদের নানা প্রশ্ণবানেও জর্জরিত হতে হয়েছে৷
এডিসি ভিলেজে কমিটির নির্বাচনে বিরোধী দল এখনো শীতগুমে আচ্ছন্ন৷ খালি ময়দানে প্রচারে জোয়ার তলেছে শাসক দল সিপিএম৷ কল্যাণপুর ব্লক এলাকার নকসিরাই এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে সামিল হতে ব্যাপক সাড়া পেয়েছে শাসক দল৷ দলীয়প্রার্থী সুশীলা দেববর্মা ও অরুণ দেববর্মার সমর্থনে প্রচার চালানো হয়৷ ব্যান্ডের তালেতালে মিছিল এগিয়ে চলে দেবতাবাড়ির দিকে৷ এক সময় দেবতাবাড়ি ছিল সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল৷ এখন সেখানে শান্তি সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে৷ এলাকায় প্রচার চালাতে গিয়ে শাসক দলকে অবশ্য কিছু প্রশ্ণেরও সম্মুখীন হতে হয়েছে৷ স্থানীয় গ্রামবাসী জানান, বিদ্যুতের খঁুটি না থাকায় বিদ্যুৎ পৌঁছেনি বাড়িঘরে৷ অবিলম্বে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য দাবি জানিয়েছেন ভোটাররা৷ প্রচারে নেতৃত্ব দেন সিপিএম মহকুমা কমিটির সদস্য স্বপন দেববর্মা, দলীয় প্রার্থী মঙ্গল দেববর্মা, জরিকন্যা দেববর্মাও মিছিলে অংশ নেন৷
শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানিয়ে ধলাই জেলার কমলপুরেও ভিলেজ কমিটি নির্বাচনের প্রচারে জোয়ার এসেছে শাসক দল সিপিএমে৷ পক্ষান্তরে বিরোধীরা এখনো শীতঘুমে আচ্ছন্ন৷
ধলাই জেলার কমলপুর মহকুমার প্রতিটি এডিসি ভিলেজে বিরোধীদের নিশ্চিহ্ণ করের দেবার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারে সামিল হয়েছে শাসক দল৷ ধলাই জেলার দুর্গাচৌমুহনী ব্লকের ৬টি ভিলেজ কমিটি নির্বাচনে ৪২ টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেবার পরপরই ভোট প্রচার আরো তেজী করেছে৷ দলীয় প্রার্থীদের সমর্থনে দুর্গাচৌমুহনী বাজারে মিছিল সংগঠিত হয়৷ মিছিলে নেতৃত্ব দেন কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, সম্পাদক মন্ডলীর সদস্য হরিমাধব শর্মা, জিএসপির বিভাগীয় সম্পাদক জগদীশ দেববর্মা প্রমুখ৷ জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস বলেন, শান্তি ও উন্নয়নের ধারাকে বজায় রাখতেই এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে৷ তিনি বলেন, সারা রাজ্যে বিরোধীরা এবার শূন্য হাতে চলেছে৷ জেলায় জেলায়, গ্রামে গ্রামে বিরোধীরা শূন্য, দুর্গাচৌমুহনী ব্লকেও বিরোধী শূন্য করে দেবার জন্য তিনি আহ্বান জানান৷ শাসক দল সিপিএম ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক প্রচারে সামিল হলেও বিরোধী কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি সহ অন্যান্য দলগুলোর প্রচার এখনো নজরে আসেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *