BRAKING NEWS

ক্রমেই জটিল হচ্ছে সুনন্দা মৃতু্য রহস্য, লাই-ডিটেক্টর টেস্টে বসতে হতে পারে শশীকে

sunanda puskarনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): সুনন্দা পুষ্কর হত্যার সঙ্গে যোগ থাকতে পারে এমন কয়েকজন সন্দেহভাজনকে ফেরা জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা| সন্দেহের তালিকা থেকে বাদ পড়ছেন না সুনন্দার স্বামী সাংসদ শশী থারুরও| তদন্তের খাতিরে তাই লাই-ডিটেক্টর টেস্টেও বসতে হতে পারে শশীকে|
ক্রমেই জটিল হচ্ছে সুনন্দা পুষ্কর মৃতু্য রহস্য| তদন্তকারীরা জানাচ্ছেন, সন্দেহভাজনদের তালিকায় নাম রয়েছে শশী থারুরের গাড়ির চালক বজরঙ্গি ও কাজের লোক নারায়ণ সিং| শশীর পরিূারিক বন্ধু সঞ্জয় দিওয়ান এবং যে ডাক্তার সুনন্দাকে দেখেছিলেন সেই ডাক্তারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| এছাড়া লোধি কলোনির বেশ কয়েকজন কেমিস্টকেও জেরা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *