প্রেমতলায় তীর জুয়ার রমরমা, পুলিশ ধৃতরাষ্ট্র

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,  ২৯ জানুয়ারি৷৷ উত্তর জেলার প্রেমতলা বাজারে মদ ও তীর জুয়ার রমরমা ব্যবসা৷ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়৷ ঐতিহ্যবাহী প্রেমতলা বাজারে এবার মদ ও তীর জুয়ার কবলে৷ উঠতি বয়সি যুপবক থেকে বৃদ্ধা পর্যন্ত মদ ও তীর জুয়ার কবলে বিষাক্ত৷ আর তাতে ধবংসের মুখে পুরো সমাজ৷ প্রেমতলা বাজারটি আসাম ত্রিপুরা সীমান্ত হ ওয়াতে বাইরের লোকদের আনাগোনা হয়৷ আর সে সুযোগকে কাজে লাগাতে কিছু কিছু অবৈধ দেশি  বিদেশি মদের ব্যবসা গজিয়ে উঠে৷ প্রেমতলা বাজার এলাকায়৷  আর মদের অবৈধ  ব্যবসাকে চার পাঁচজন লোক নিজ বাড়িতে চালাচ্ছে৷ প্রেমতলা বাজারটি চুড়াইবাড়ি ও কদমতলা বাজার বর্ডার সীমানা হওয়াতে স্থানীয় এলাকাবাসী চুড়াইবাড়ি ও কদমতলা থানাতে অনেক অভিযোগ করেও কোন লাভ হয়নি৷ বরং নিজ বাড়িতে তাদের মদের ব্যবসা ব্যাঙের ছাতায় মত গজিয়েছে৷ কেউ কেউ আবার বলে থাকেন চুড়াইবাড়ি কদমতলা  বাজার থানার সাথে ঐ সকল মদ ব্যবসায়ীদের মাসোহারা রয়েচে৷ তাই তো পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে৷ প্রেমতলা এলাকাতে সাংসৃকতিক অনুষ্ঠান বা কোন অন্যান্য অনুষ্ঠান হোগ মদের ছোঁয়া থাকবেই থাকবে৷ আর মদের নেশায়  বেসামাল হয়ে প্রতিদিন প্রেমতলাতে হট্টগোল বাঁধে৷ পাশাপাশি অধির  মালাকার নামের জনৈক এক ব্যক্তি তীর জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে বাজারের মধ্যে৷প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয় উনার প্রেমতলা বাজার এলাকার নিজ  বাড়িতে৷ অবশ্য এর পূর্বে তীর খেলাটা তার মোদির দোকানে হয়৷    তাই এবার সকলের চোখকে আড়াল করতে নিজের ঘরে চালিয়ে আসছে অবৈধ তীরের ব্যবসা৷ আর সে তীর ও মদের ছোবলে ধবংসের পথে প্রেমতলা এলাকার জনগণ৷ তাই প্রেমতলা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের দাবি প্রশাসন যেন ঐ সকল তীর মদ  ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি প্রদান করে প্রেমতলা বাসীকে ধবংসের পথ থেকে রক্ষা করে৷