নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ জানুয়ারি৷৷ দেরিতে হলেও আসামের বরাক উপত্যকার জাতীয় সড়কে নজড় পড়ল কেন্দ্রিয় ভূুতল মন্ত্রকের৷ আসামের বরাক উপত্যকারর সড়কগুলোর জারিজর্নভার হাল সরজমিন দেখতে গত বৃহস্পতিবার বরাকে পা রাখলো কেন্দ্রিয় ভূতল পরিবহন মন্ত্রকের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কেসি ভোরচাঁদ৷ তিনি এসেই দেখলেন আসাম (ত্রিপুরার) আগরতলার ৬নং জাতীয় সড়কের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার ব্যবস্থার অংশ৷ জাতীয় সড়ক পরিদর্শনের সময় ভোরা চাঁদের সঙ্গে ছিলেন করিমগঞ্জ অঞ্চলের বিভাগিয় রিজিওনাল অফিসার চিফ ইঞ্জিনিয়ার (এন এফ) আসাম ত্রিপুরার উচ্চপদস্থ আধিকারিকরা৷ ১০ কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ভালভাবে পরিদর্শন করে তিনি চলে যান শিলচরে৷ শিলচরের আবর্তভবনে বৃহস্পতিবার রাত কাটিয়ে পরদিন শুক্রবার বরাক উপত্যকার বাকি তিন জেলার সড়ক পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কেসি ভোরাচাঁদ৷ করিমগঞ্জ জেলার বিভাগিয় উচ্চপদস্থ সূত্রে জানায়ায়, ৬ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বিধবস্থ লোহারপোয়া টু চুরাইবাড়ি অংশের কাজ চলতি বছরের মার্চের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন ভোরচাঁদ৷ এদিকে উল্লেখযোগ্য ২০১১ সালে আসাম আগরতলা ৬নং জাতীয় সকের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তার কাজের অর্থ পায় ওড়িষ্যার নির্মাণ সংস্থা এ আর এস এস৷ কিন্তু আজ পর্যন্ত ঐ ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করা শেষ করতে পারেনি ৷ ৬নং রাজ্যের নির্মান সংস্থা এআরএসএস৷ বরং নির্মাণ সংস্থা এ আর এস এস ঐ ১০ কিলোমিটার নির্মাণ কাজে হাত লাগানোর পর থেকেই যাত্রী ও চালকদের দূর্ভোগ লেগেই পড়েছে৷ দূর্ভোগ পোহাতে হচ্ছে ত্রিপুরা, আসাম ও অন্যান্য রাজ্যের লরিচালক, সহচালক ও যাত্রীদের৷ অনেকবার ত্রিপুরার সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল৷ খাদ্য সংকট দেখা দিয়েছিল ত্রিপুরাতে৷ গত ২০ অক্টোবর রেল পরিষেবা বন্ধ হওয়াতে অসহায় হয়ে ত্রিপুরা ও আসাম সরকার আসাম ত্রিপুরার বিকল্প জাতীয় সড়ক কুকিথল টু বিশালগড় সড়কটি উন্মেচন করেছেন৷ যে বিকল্প সড়ক আজ পর্যন্ত খোলা রয়েছে৷ লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তার জরাজীর্নতার জন্য ত্রিপুরার অনেক রোগী রাস্থায় মারা গিয়েছে৷ কৃষি চাষের সমতুল্য ৬ নম্বর জাতীয় সড়কে আটকে পড়তো যাত্রীবাহী ও পন্যবাহী লরি৷ সেই সকল রাস্তায় ফেঁসে যাওয়া লরিকে তুলতে বরাকের জেসিবি, ক্নেঙ্ক, এমনকি বরাকের সড়কের কখনও কখনও হাতি নেমেছে গাড়িকে তুলতে৷ টানা কয়েকটা বছর অনেক দূ,খ কষ্ট পোহাতে হয়েছে ত্রিপুরা আসাম ও অনান্য রাজ্যের চালক ও যাত্রীদের৷ আই দেড়িতে হলেও কেন্দ্রিয় ভূতল মন্ত্রকের নজড় পড়ল বরাকের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তায়৷ এখন দেখার বিষয় কেন্দ্রিয় ভূতল মন্ত্রকের কড়া নির্দেশ পেয়ে নির্মাণ সংস্থা নির্মাণ কাজ চলতি মার্চ মাসের মধ্যে শেষ করে কিনা৷
2016-01-30

