BRAKING NEWS

প্রতিটি মরশুমে ফসল মার খাচ্ছেন চাষীরা, মন্ত্রী জানালেন স্বয়ম্ভরতার পথে যাচ্ছে রাজ্য

Aghore Debbarmaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ এখনো প্রতিদিন বাংলাদেশ থেকে এবং বহিঃরাজ্য থেকে মাছ আমদানী করা হচ্ছে৷ একদিন আমদানী বন্ধ থাকলে বাজারে মাছের আকাল পড়ে যায়৷ দাম বেড়ে যায়৷ জনগণের রসনা তৃপ্তি হয়না৷ তারপরও রাজ্যে মাছ উৎপাদনে সয়ংম্ভরতা নিকটেই বলে দাবী করছেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ সেই সঙ্গে রাজ্যের চাষীরা যেখানে খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি মরশুমে সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি সামগ্রীর অভাব বোধ করছেন তখন কৃষিমন্ত্রী বরাবরের মতোই চাষী ভাইদের আশ্বাস দিলেন একশ শতাংশ জমিকে সেচের আওতায় নিয়ে আসা হবে৷
পথ চলা শুরু হল হেজামারা কৃষি তত্বাবধায়ক কার্যালয়ের৷ আজ নবগঠিত হেজামারা কৃষি মহকুমার এই কার্যালয়ের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ উদ্বোধকের ভাষণে কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার নতুন নতুন ব্লক গঠনের সাথে সাথে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের সাথে ১৫ টি নতুন কৃষি মহকুমা গঠনে সিদ্ধান্ত গ্রহণ করে৷ হেজামারা কৃষি মহকুমা গঠন তার মধ্যে একটি৷ তিনি বলেন, রাজ্য বর্তমানে মাংস উৎপাদনে স্বনির্ভরতা পেয়েছে৷ ডিম উৎপাদনে জাতীয় গড়ের কাছাকাছি এবং মাছ উৎপাদনেও স্বয়ম্ভরতার দিকে এগুচ্ছে৷ খাদ্যশস্য উৎপাদনেও স্বয়ম্ভরতা অর্জনের লক্ষে সেচ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটানো হয়েছে৷ বর্তমানে রাজ্যের ৭০ শতাংশ কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে৷ আগামীদিনে ১০০ শতাংশ জমি সেচের আওতার আনার চেষ্টা চালানো হচ্ছে৷ কৃষিমন্ত্রী কৃষি জমিকে ধানের পাশাপাশি বৎসরের কোন সময়েই পরিত্যক্ত না ফেলে রেখে অন্যকিছুর প্রতি গুরুত্ব আরোপ করেন৷ কৃষিমন্ত্রী কৃষির উৎপাদন বাড়িয়ে নিজেদের আর্থিক অবস্থাকে আরো সমৃদ্ধ করতে বিজ্ঞান ভিত্তিক চাষে গুরুত্ব দেবার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান৷ সভাপতির ভাষণে বিধায়ক প্রণব দেববর্মা উপজাতি কৃষিজীবি পরিবারগুলির আর্থিক উন্নয়নের জন্য প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন৷ এছাড়া, হেজামারা বি এ সি’র প্রাক্তন চেয়ারম্যান রমণী দেববর্মা, কৃষি অধিকর্তা ডাঃ ধর্মেশ্বর প্রসাদ সরকার, উদ্যাণ ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি উপধিকর্তা অরুণ ভট্টাচার্য্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *