নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ দলিত ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়েই উত্তেজনার পারদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ আজ দেশজুড়ে কংগ্রেস দল প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে৷ রাজ্যেও যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ দলিত ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার দায়ভার শিকার করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে পদত্যাগ করার জন্যও দাবি জানিয়েছে যুব কংগ্রেস৷ উল্লেখ্য, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্র রোহিত ভামুলার কথা বলার অপরাধে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বহিষৃকত হয়েছিলেন৷ বহিষৃকত এই ছাত্র কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ কিন্তু তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি৷ সে জেহাদেই গবেষক ঐ ছাত্রকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে৷ এর দায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর উপর ন্যস্ত করেছে যুব কংগ্রেস৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভয়ংকর এই পরিণতি ঘটত না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷
2016-01-26