নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ তেলিয়ামুড়া/ উদয়পুর, ২৪ জানুয়ারি ৷৷ সি পি এম এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনে নতুন মুখকে প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করল৷ খোয়াই মহকুমার তুলাশিখর ও পদ্মবিল ব্লকের চল্লিশটি এডিসি ভিলেজের ৩১৮ টি আসনের মধ্যে ২৮৭ টি আসনেই পটির নবাগতদের বেছে বেছে প্রার্থী করল৷ দলের বিভাগীয় সম্পাদক পদ্মকুমার দেববর্মা জানান দুই ব্লকের ৪০টি ভিলেজের ৩১৮টি আসনেই সিপি এম দল আজ প্রার্থী তালিকা প্রকাশ করল৷ তিনি জানা৩ন ৩১৮ আসনের মধ্যে নতুন মুখ ২৭৮ টি৷ ৩১ জনকে দল পুনঃরখ দলীয় প্রার্থী করছেন যার মধ্যে ১০ জনই মহিলা৷ এবার দলীয় সিদ্ধান্ত ক্রমে যুবক যুবতীদের প্রাধান্য দিয়েছে দল আর দল এবার শিক্ষিতদের অগ্রাধিকার দিয়েছে৷ এবছর চল্লিশ জন ভিলেজ চেয়ারম্যান এর মধ্যে বগাবিলের টিকেন্দ্র দেববর্মা পাগলাবাড়ীর সুজিৎ দেববর্মা এবং পূর্ব বেলছড়ার শোভা দেববর্মাকে পুনঃরয় দলীয় টিকিট দিচ্ছেন৷ প্রার্থী তালিকা প্রকাশ করে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে জেলা সম্পাদক সমীর দেব সরকার জানান খোয়াইতে স্থানীয় ভাবে সবকটি বিরোধী দল মহাজোট করলেও তা কিছু যায় আসে না৷ শ্রী দেব সরকার জানান খোয়াইতে কংগ্রেস মুছে ছাপ হয়ে গেছে আর এন সি টির কোমড় ভাঙ্গা৷ আই পি এফটি ছাড়া আর বাকীদের কোন অস্তিত্বই নেই৷ শ্রী দেবসরকার জানান ৪০টি এডিসি ভিলেজের মধ্যে একটি ভিলেজও আই পি এফ টি দখল নিতে পারবে না৷ বড়জোর এরা ত্রিপ্রা লেন্ডের সুরসুরি দিতে পারে৷
২০১৬ সালের এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের সি পি আই এম এর প্রার্থী তালিকা প্রকাশ কর হয় তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে৷ রবিবার সকাল এগারটে নাগাদ সংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার প্রার্থী তালিকা প্রকাশ করেন৷
এদিন সংবাদিক সম্মেলনের মধ্যে সি পি আই এম বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার ছাড়াও উপস্থিত ছিলেন এম ডি সি ধনঞ্জয় দেববর্মা, খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাস গুপ্ত, খোয়াই জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জীতেন দাস, প্রণব চক্রবর্তী৷ সম্পাদক সুধীর সরকার প্রার্থী তালিকা সাংবাদিকদের কাছে তোলে ধরেন৷ তিনি বলেন, কল্যানপুর ব্লক, তেলিয়ামুড়া ব্লক ও মঙ্গিঁয়াকামী ব্লকের মধ্যে ২৯ টি ভিলেজেই মোট ২২৫ জন প্রার্থী দিয়েছে৷ তার মধ্যে ১২৭ জন পুরুষ এবং ৯৮ জন মহিলা রয়েছে৷ মোট ওয়ার্ড সংখ্যা ১২৭ টি দুই আসন বিশিষ্ট ওয়ার্ড সংখ্যা ৯৮ টি এবং এক আসন বিশিষ্ট ওয়ার্ড সংখ্যা ২৯ টি৷ তবে ৮৭টি নতুন মুখ্য প্রার্থী হিসাবে মনোনিত করেছে৷ এদিকে আরো বলেন কল্যানপুর ব্লকে ৭টি ভিলেজ ৫১টি আসনের পুরুষ ২৯ জন এবং মহিলা ২২জন৷ তেলিয়ামুড়া ব্লকে ৮টি ভিলেজে ৬৪ টি আসনে পুরুষ ৩৬ জন এবং মহিলা ২৮ জন৷ মুঙ্গিঁয়াকামি ব্লকের ১৪টি ভিলেজে মোট আসন সংখ্যা ১১০ টির মধ্যে৬২ জন পুরুষ ও মহিলা ৪৮ জন রয়েছে৷ এদিকে সুধীর সরকার সাংবাদিক সম্মেলনে আরো জানান ২২৫টি আসনেও কম বয়সী স্বচ্ছ ভাবমূত্তি সম্পন্ন এবং লেখাপড়া জানাদের প্রধান্য দেওয়া হয়েছে৷ তবে আসন্ন নির্বাচনে সি পি এম এর প্রচার উন্নয়ন সম্প্রতি ও ঐক্য নিয়ে প্রচার চালিয়ে যাবেন৷
2016-01-25

