BRAKING NEWS

পরিত্যাক্ত দেওয়াল ধসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ জিরানিয়ায় পরিত্যাক্ত দেওয়াল ধবসে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম সুজন মিয়া৷ আহত হয়েছে আরো দুই যুবক৷ তারা হল রুবেল মিয়া ও কামাল হুসেন৷ জানা যায়, জিরানিয়ায় ব্রডগেজ রেল লাইন নির্মাণ কাজ চলছে৷ ঐ এলাকায় রেলের একটি  পরিত্যাক্ত ঘর থেকে ইট আনার জন্যই ঐ তিন শ্রমিক গিয়েছিল৷ হঠাৎই দেওয়াল ধবসে পড়ে৷ ধবসের চাপায় ঘটনাস্থলেই সুজন মিয়ার মৃত্যু হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে তিনজনের দেহই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সুজনকে শেষ রক্ষা করা যায়নি৷ তার মৃত্যুর সংবাদ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *