রাজধানীতে ডগ স্কোয়াড ও বম স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি

Dog squadনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে শুক্রবার পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়৷ ডগ স্কোয়াড এব বম স্কোয়াডকে সাথে নিয়ে রাজধানী আগরতলায় বিভিন্ন বাস স্ট্যান্ড এবং জনবহুল এলাকায় তল্লাশি চালায় পুলিশ৷ [vsw id=”fYXs9WhpXKU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]এদিন, পশ্চিম জেলা সুপার বিজয় নাগের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এই অভিযানে সামিল হন৷ আগরতলায় রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়৷ মূলত, প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সারা দেশে হাই এলার্ট জারি করা হয়েছে৷ তারই অঙ্গ হিসেবে নিরাপত্তার লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার বিজয় নাগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *