কাবুল, ২৩ জানুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কঁাপল আফগানিস্তানের সীমান্ত এলাকা| কম্পন অনুভূত হয়েছে উত্তর-পশ্চিম পাকিস্তানেও| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০| মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় ৪টে ৫৪ মিনিট নাগাদ আফগানিস্তানের আশকানশামের ১৩ কিলোমিটার পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল ভূগর্ভের ৯০.৭ কিলোমিটার গভীরে| ভূকম্পনের জেরে হতাহতের কোনও খবর নেই|
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূকম্পন অনুভূত হয়| চিত্রাল, স্বাত, আপার দির, লোয়ার দির, বানের এবং মালাকান্দে সব থেকে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে|