নাগপুর, ২৩ জানুয়ারি (হি.স.): বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করল মুম্বইগামী গো এয়ারের বিমান| ভুবনেশ্বর থেকে মুম্বই যাচ্ছিল বিমানটি| নাগপুর বিমনবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি| যদিও, তল্লাশির পর সন্দেহজনক কিছু মেলেনি বলে জানা গিয়েছে|
শনিবার ভুবনেশ্বর থেকে মুম্বইয়ের উদ্দেশে ওড়ার পরই বিমানটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়| তড়িঘড়ি নাগপুর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি| নামানো হয় যাত্রীদেরও| শুরু হয় তল্লাশি| কিন্তু, বিমানটি থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি|
2016-01-23