ঠাণ্ডায় কঁাপছে দিল্লি, ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা

cold whetherনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): হাড় হিম করা ঠাণ্ডায় কঁাপছে রাজধানী| আর তাতেই নাজেহাল অবস্থা দিল্লিবাসীর| শীতের সঙ্গে অব্যাহত ঘন কুয়াশার দাপটও| দিল্লিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস| স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম| শনিবার ছিল এই মরশুমের সবথেকে কম তাপমাত্রার দিন|
এদিন সকাল থেকেই ঘন কুয়াশার জন্য বিপর্যস্ত হয়েছে রেল ও বিমান পরিষেবা| বাতিল করা হয়েছে ৩০-এর বেশি ট্রেন| নির্দিষ্ট সময় বদলাতে হয়েছে অন্তত ২০টি ট্রেনের| দিল্লি গামী বহু বিমানও সময়ের থেকে বেশ কয়েক ঘন্টা দেরিতে চলছে|