পৃথক রাজ্যের দাবিতে রাজভবন অভিযান করল কো-অর্ডিনেশন কমিটি

TIPRALANDddনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে রাজভবন অভিযান করল তিপ্রাল্যান্ড মোভমেন্ট কো অর্ডিনেশন কমিটি৷ পূর্ব ঘোষিত সূচী কমিটির পক্ষ থেকে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল শুরু হয়৷ মিছিলটি রাজভবন যাওয়ার পথে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় পৌঁছতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ এই মিছিলের গতি রোধ করার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছিল৷ [vsw id=”Istah-_oSE8″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]পরে সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছে৷ দাবি সনদে রয়েছে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ড গঠন করা৷
এদিকে, একই দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগঠিত করেছে আইপিএফটি৷ এমনকি কেন্দ্রীয় সরকারের কাছেও বহুবার পৃথক রাজ্য গঠন করার জন্য দাবি জানানো হয়েছে৷ ২০০৯ সালে এই পৃথক রাজ্য গঠনের আওয়াজ উঠেছে৷ অন্যদিকে, এদিন যে সংগঠনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয়েছে তা মূলত আইপিএফটির একটি বিক্ষুব্ধ গোষ্ঠী৷ আভ্যন্তরীণ কোন্দলের জেরে শক্তির মহড়া দিতে এদিন রাজপথে মিছিল করে রাজভবন করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *