নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর মূল চক্রী জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহার| মঙ্গলবার ভারতের দাবিকে সমর্থন জানিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ| তবে ওই হামলার সঙ্গে পাক সেনা বা আইএসআইয়ের যোগ থাকার তথ্য খারিজ করে দেন মুশারফ| এক সাক্ষাত্কারে তিনি বলেন, মাসুদ আজহার একজন অরাষ্ট্রীয় অভিনেতা (নন-স্টেট অ্যাক্টর)| আমি যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত যে পাঠানকোটে জঙ্গি হামলার পিছনে সে রয়েছে| পাঠানকোট হামলার পরিকল্পনায় পাকিস্তানি সেনা বা আইএসআই নেই|
মাসুদ আজহার মুশারফকেও হত্যার পরিকল্পনা করেছিল বলেও জানান প্রাক্তন পাক সেনাপ্রধান| তিনি আরও বলেন, আমাকে গুপ্তহত্যার চেষ্টার পরে মাসুদ আজহারকে রোমিং ফ্রি রাখা উচিত নয়| একইসঙ্গে পাক সেনাদের সমর্থনে তাঁর মন্তব্য, পাক সেনারা দুটি প্রতিবেশী দেশের সঙ্গে ১০০ শতাংশ শান্তি বজায় রাখতে চায়| তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে উদ্যোগী নন বলেও অভিযোগ করেন তিনি|