হোনোলুলু, ১৬ জানুয়ারি (হি.স.): বড়সড় দুর্ঘটনার কবলে মার্কিন হেলিকপ্টার| মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হল মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সেনা কপ্টারের| সংঘর্ষে ভেঙে পড়েছে দু’টি কপ্টারই| ১২ জন যাত্রীর কোনও খোঁজ মেলেনি| তাঁদের মৃতু্য হয়েছে বলে মার্কিন উপকূল বাহিনীর আশঙ্কা|
মার্কিন উপকূল বাহিনীর মুখপাত্র মেজর ক্রিশ্চিয়ান ডিভাইন জানিয়েছেন, মেরিন হেভি হেলিকপ্টার স্কোয়ার্ডন ৪৬৩ ও মেরিন এয়ারক্রাফট গ্রুপ চব্বিশের মুখোমুখি সংঘর্ষ হয় প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপের ওপর| দু’টি কপ্টারেরই রাতের প্রশিক্ষণ চলছিল| দুর্ঘটনার পর দুটি কপ্টারেই আগুন ধরে যায়| সমুদ্রে কপ্টারগুলির ধ্বংসাবশেষ উদ্ধার হয়|
2016-01-16