বাগদাদে শপিং কমপ্লেক্সে জঙ্গি হানা, মৃত ২০

terrorবাগদাদ, ১২ জানুয়ারি (হি.স.): ইরাকের রাজধানী বাগদাদের একটি শপিং কমপ্লেক্সে জঙ্গি হামলার ঘটনায় মৃতু্য হল ২০ জনের| নিহতদের মধ্যে চার জন পুলিশকর্মী রয়েছেন| ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫০ জন| জঙ্গিরা বেশ কয়েকজনকে পণবন্দিও করেছিল বলে প্রাথমিকভাবে খবর মিলেছিল| যদিও পরে ইরাকি সেনা জানায়, দুই জঙ্গি সঙ্ঘর্ষে নিহত হয়েছে| চার জঙ্গি পুলিশের জালে ধরা পড়েছে| এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা|
এদিকে বাগদাদের উত্তর-পূর্বে অবস্থিত মুকদাদিয়ার একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে মৃতু্য হল ২০ জনের| জানা গিয়েছে, বোমার পাশাপাশি বিস্ফোরক পদার্থে পূর্ণ একটি গাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *