গোয়া বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন অনন্ত শেঠ, পরাজিত এলেক্সিও

goaপানাজি, ১২ জানুয়ারি (হি.স.): গোয়া বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক অনন্ত শেঠ| প্রতিদ্বন্দী এলেক্সিও রেজিনাল্ডো লরেন্সকে পরাজিত করেছেন তিনি| ৪০ সদস্যের হাউসে অনন্ত শেঠ পেয়েছেন ২৮ টি ভোট| অন্যদিকে, এলেক্সিও পেয়েছেন মাত্র ৯ টি ভোট|
উল্লেখ্য, বিজেপি বিধায়ক রাজেন্দ্র আরলেকরের পদত্যাগের পর থেকেই খালি ছিল গোয়া বিধানসভার স্পিকারের পদ| বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়ার পর ২০১২ সালের ১৯ মার্চ বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন রাজেন্দ্র আরলেকর| ২০১৫ সালে পয়লা অক্টোবর পদত্যাগ করেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *