দিল্লি, ১২ জানুয়ারি (হি.স) : ঘন কুয়াশার কারণে ভারতের উত্তরাঞ্চলে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ| এছাড়া দিল্লিগামী ১০টি ট্রেন ছাড়তে দেরি হওয়ার কথা আগেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ|
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে দৃষ্টিসীমা এক হাজার মিটারে থাকলেও সকালে তা ছশো মিটারে নেমে আসে| এতে ট্রেন যাত্রায় বিঘ্ন ঘটে| তবে কুয়াশায় দিল্লি বিমানবন্দরে কোন বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে|
2016-01-12