ইস্তানবুল, ১২ জানুয়ারি (হি.স.): ইস্তানবুলে বোমা বিস্ফোরণে মৃতু্য হল কমপক্ষে ১০ জনের| আহত হয়েছেন আরও অনেকে| মঙ্গলবার সুলতানামেট জেলায় এই বিস্ফোরণটি ঘটে| বিস্ফোরণের সময় ওই এলাকায় বহু পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে|
ঘটনাস্থলেই ১০ জনের মৃতু্য হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর| জখম হয়েছেন অনেকে| তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
2016-01-12