নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ বেপরোয়া টিএসআর গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অপর একটি গাড়ি৷ ঘটনা শুক্রবার সকালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায়৷ জানা গেছে, আইজিএম চৌমুহনী থেকে টিআর০১-এল-০৩০৮ নম্বরের একটি মারুতি গাড়ি পোস্ট অফিস চৌমুহনীর দিকে যাচ্ছিল৷ অপরদিক তেকে টিআর০১-বি-০৮১৪ নম্বরের একটি টিএসআর গাড়ি দ্রুতবেগে এসেধাক্কা দেয়৷ এতে মারুতি গাড়ি দুমড়ে মুচড়ে যায়৷ যদিও এতে হতাহতের কোন খবর নেই৷ ঘটনার কিছুক্ষণ পরে তীব্র চাঞ্চল্য ছড়ায় পোস্ট অফিস চৌমুহনীতে৷ পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়িকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে৷
2016-01-09