হায়দরাবাদ, ৯ জানুয়ারি (হি.স.): আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে রহস্যজনক মৃতু্য হল হায়দরাবাদের আইআইটি টপার শিবা কিরণের| রালেগ শহরের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করতে গিয়েছিলেন ২৫ বছরের শিবা| বিশ্ববিদ্যালয়ের হস্টেল রুমে তঁার ঝুলন্ত দেহ উদ্ধার হয়| প্রাথমিক তদন্তের পর মার্কিন পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা|
শিবার সহপাঠীরা জানিয়েছেন, মাস্টার্সের প্রথম সেমিস্টারে গ্রেড ভালো না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিল সে| সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে| পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি| হস্টেল রুমে দুই চিনা পড়ুয়ার সঙ্গে থাকতেন শিবা| তঁাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| উল্লেখ্য, হায়দরাবাদ আইআইটি থেকে টপার হয়ে গত আগস্ট মাসে মাস্টার ডিগ্রি করতে আমেরিকায় গিয়েছিলেন শিবা|
2016-01-09