পাঠানকোট হামলায় জঙ্গি দমনে দ্রুত ব্যবস্থা নেবে পাকিস্তান আশাবাদী আমেরিকা

USAওয়াশিংটন, ৮ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট হামলায় জঙ্গি দমনে দ্রুত ব্যবস্থা নেবে পাকিস্তান| এমনটাই আশা করছে আমেরিকা | তদন্তে কতটা অগ্রগতি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে মার্কিন মুলুক | স্বচ্ছ তদন্ত আশা করা হচ্ছে বলেই জানিয়েছেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি|
শুক্রবার তিনি বলেন, তদন্তের ফলাফলের দিকে আমরা তাকিয়ে রয়েছি | যত দ্রুত সম্ভব তদন্ত শেষ হবে, এমনটাই আশা করছি|’ মার্কিন প্রশাসন জানিয়েছে, পাকিস্তান যেহেতু বলেছে যে তারা তদন্ত করবে তাই এই বিষয়ে আশা রাখছে আমেরিকা| পাকিস্তানের সন্ত্রাস দমন প্রক্রিয়ায় উত্সাহ যোগাচ্ছে আমেরিকা| যে কোনও অভিযানেই সহযোগিতার আশ্বাস দিয়েছে আমেরিকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *