কাবুল, ৮ জানুয়ারি (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল| শুক্রবার স্থানীয় সময় শুক্রবার দুপুর ৩টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয় | রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫ |
ভূ-বিজ্ঞানীরা জানান, জার্মে কম্পন অনুভূত হলেও হিন্দুকুশ পর্বতের ২৯১ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উত্সস্থল| জার্মের পার্শ্ববর্তী অঞ্চলেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে | পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, মানসেহরা, হরিপুর ওঅ্যাবোটাবাদে এ কম্পন অনুভূত হয় | এমনকী ভারতের জম্মু-কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে|
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি| তবে আক্রান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে|
উল্লেখ্য, গত শনিবারই আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল| রিখটার স্কেলে ওই কম্পনেরও তীব্রতা ছিল ৫-এর উপরে এবং হিন্দুকুশই ছিল ভূমিকম্পের উত্সস্থল| সেদিন মূলত আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলেই কম্পন অনুভূত হয়েছিল এবং পাকিস্তান ও ভারতে মৃদু ভূ-কম্প হয়েছিল|
2016-01-08