নালগোন্ডায় আন্তর্জাতিক কিডনি চক্রের হদিশ, ধৃত ৪

map andhra pradeshনালগোন্ডা, ৭ জানুয়ারি (হি.স.): আন্তর্জাতিক কিডনি চক্রের হদিশ মিলল অন্ধ্রপ্রদেশের নালগোন্ডায়| কিডনি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে চারজনকে| ধৃতদের মধ্যে একজন এজেন্ট ও বাকিরা দাতা| ধৃত এজেন্টের নাম কে সুরেশ| ২০১৪ সালের ডিসেম্বরে সে তার কিডনি বিক্রি করেছিল| বাকিদের নাম আবদুল হাফিজ, পি মহেশ এবং কে নরেশ| এরা প্রত্যেকে চড়া দামে তাদের কিডনি বিক্রি করেছে|
নালগোন্ডা পুলিশ সুপার বিক্রমজি দুগ্গল জানান, ধৃত সুরেশের বয়স ২২ বছর| সে হোটেল ম্যানেজমেন্টের ছাত্র| বিলাসবহুল জীবনযাত্রা উপভোগ করাই তার মুখ্য উদ্দেশ্য| আর সেই কারণেই সে নিজের নাম নথিভুক্ত করে টঢঞ্চঞ্চঞঠটঞঢঞ্চত্র.ঝণড্ড নামক একটি ওয়েবসাইটে| তারপর ২০১৪ সালের ডিসেম্বরে কলম্বোর একটি হাসপাতালে নিজের কিডনি বিক্রি করে সে|
এরপর কিডনিচক্রের ফাঁদ পেতে বসে সুরেশ| এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের কিডনি বিক্রি করেছে সে| প্রতিটি কিডনি বিক্রি হয়েছে ৫ লাখ টাকা করে| আর প্রতিক্ষেত্রেই ৫০,০০০ টাকা করে নিজের ভাগ বুঝে নিয়েছে সুরেশ| ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও অন্ধ্রপ্রদেশ মানব অঙ্গ প্রতিস্থাপন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *