BRAKING NEWS

আইএস একটি জঙ্গি সংগঠন ইসলামের প্রতিনিধি নয় ঃ গিলানি

syed ali shah geelaniশ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.) : উপত্যকায় আইএসআইএসের পতাকা ওড়ার প্রতিবাদ করলেন প্রবীণ হুরিয়ত নেতা সৈয়দ আলি শা গিলানি |
বৃহস্পতিবার আইএসআইএসের নিন্দায় সরব হন গিলানি | তিনি বলেন, আইএস একটি জঙ্গি সংগঠন ইসলামের প্রতিনিধি নয়| গিলানির কথায়, আইএসআইএস, তেহরিক-তালিবান পাকিস্তান এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ইসলামের প্রতিনিধি নয়| দায়েশ একটি জঙ্গি সংগঠন, যারা নিরপরাধ মানুষকে নির্বিচারে খুন করে | অন্যদিকে, পাকিস্তানকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে তেহরিক-ই-তালিবান | গত কয়েক মাস ধরে উপত্যকায় বারবার আইএস পতাকা উড়তে দেখা গিয়েছে | এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন আইএসের নিন্দায় সরব হন গিলানি | পাশাপাশি ভারত-পাক বৈঠককে বৃথা চেষ্টা বলেও উল্লেখ করেন গিলানি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *