উন্নয়নের প্রশ্ণে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

SEMINAR CMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ উন্নয়ন প্রশ্ণে জনসংযোগ বাড়ানোর উপরই জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সে লক্ষ্যে পুর নিগম এবং নগর এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের জনসংযোগ আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি দীর্ঘ মেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে রাজ্যের নগর এলাকা সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি৷ [vsw id=”B0JdlBn3v2w” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুর নিগম ও নগর এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত কর্মশালায় মুখ্যমন্ত্রী মানিক সরকার সকলকে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন৷
এদিন, তিনি প্রতিটি নির্বাচিত সংস্থায় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ এলাকা পরিদর্শন করে কোথায় কি প্রয়োজন সে ব্যাপারে জনগণের সাথে মত বিনিময় করতে হবে৷ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে৷ শুধু তাই নয়, সংশ্লিষ্ট এলাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তদারকি করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, পয়ঃপ্রণালী, পাইপ লাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল, বিজ্ঞানভিত্তিক শৌচাগার, বর্জ্য পদার্থ পরিষ্কার, বস্তি এলাকার জনগণের উন্নয়ন, হাটবাজার, মোটরস্ট্যান্ড, টাউন হল, সংসৃকতি চর্চা কেন্দ্র নির্মাণ ইত্যাদি সম্পর্কে বিশেষ গুরুত্ব সহকারে অগ্রাধিকার দিতে হবে৷ শুধু তাই নয়, আগরতলা শহরের মতো পুর ও নগর এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বৃক্ষরোপণেও গুরুত্ব দিতে হবে৷ জনসংযোগ বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন এ সমস্ত ব্যাপারে প্রতিটি নির্বাচিত সংস্থাগুলিকে নিয়মিত সভা করার পরামর্শ দিয়েছেন৷ ছোট বড় জলাশয়গুলি রক্ষণাবেক্ষণেও পরামর্শ দেন তিনি৷ পাশাপাশি নগর এলাকা জনগণের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে উদার দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করতে হবে বলে সকল সদস্যদের সতর্ক করেন তিনি৷ এবিষয়ে তিনি বলেন, সবাই এক পরিবারের সদস্য৷ তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে সামিল হলে এই রাজ্য আরো এগিয়ে যাবে৷
এদিকে, তিনি উন্নয়ন প্রশ্ণে সঠিক পরিকল্পনার গুরুত্ব অধিক বলে মন্তব্য করেন৷ এমনকি এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নগর এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি নগর ও পুর এলাকার যে সমস্ত ওয়ার্ড রয়েছে সে সমস্ত ওয়ার্ডে কাজের সুবিধার্থে নাগরিক কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাতে সংশ্লিষ্ট নির্বাচিত সংস্থাগুলি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা হবে৷ তবে নাগরিক কমিটি গঠনের ক্ষেত্রে দলমতের উর্দ্ধে উঠার পরামর্শ দিয়েছেন তিনি৷
এদিন এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, মুখ্যসচিব যশপাল সিং এবং নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ৷ এদিকে, কর্মশালায় আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা ও ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, বিভিন্ন পুর ও নগর সংস্থার চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন, সদস্যগণ সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা অংশুমান দে এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *